খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

দক্ষিণ আফ্রিকায় জ্যোতিদের দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক

দেশের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার নিগার সুলতানা জ্যোতির দল দক্ষিণ আফ্রিকা জয় করলো। ব্যাটে-বলে দারুণ খেলে প্রোটিয়া নারীদের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৩ রানের জয় তুলে নিল টাইগ্রেসরা। মুরশিদার ৫৯ বলে ৬২ ও জ্যোতির ২১ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করলেও স্বর্ণা আক্তারে ঘূর্ণি জাদুতে খেই হারায় দক্ষিণ আফ্রিকা নারী দল। স্বর্ণার ক্যারিয়ার সেরা নৈপূণ্যে দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

৪ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন স্বর্ণা। রাবেয়া, ফাহিমা ও নাহিদা একটি করে উইকেট পান। প্রোটিয়াদের ইনিংস টেনে নিয়ে যান আনেকে বশ। ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। অধিনায়ক তাজমিন ব্রিটস করেন ২৬ বলে ৩০ রান।

এ দুজন উদ্বোধনী জুটি গড়েন ৬৯ রানের। রাবেয়া খানের বলে সোবহানার হাতে ক্যাচ দিয়ে ব্রিটস ফিরলে ভাঙে এ জুটি। পরের ওভারে ডের্কসেনকে সাজঘরে ফেরান ফাহিমা। তৃতীয় উইকেটে সানে লুসের সঙ্গে বশের ৩২ রানের জুটিতে বিপদ বাড়ছিল বাংলাদেশের। প্রোটিয়াদের জয়ের সমীকরণটিও ছিল বেশ সহজ। ঠিক সে সময়ে দৃশ্যপটে হাজির হন স্বর্ণা আক্তার। চার ওভারের ম্যাজিক স্পেলে বদলে দেন ম্যাচের চিত্র।

১৮ রান করা অভিজ্ঞ সানে লুসকে থামিয়ে দিয়ে খোলেন উইকেট শিকারের খাতা। পরের ওভারে করেন জোড়া শিকার। প্রথমেই ফেরান আনেকে বশকে। এর পর সাঙগেছেকে। শেষ ওভারে ২৪ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। রান তো দূরে থাক, উল্টো আরও দুই উইকেট শিকারের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন স্বর্ণা।

প্রোটিয়াদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়। ১১ বছর পর প্রোটিয়াদের হারাল টাইগ্রেসরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। শামীমা সুলতানা ও মুরশিদার উদ্বোধনী জুটিতে ৪৪ রান আসে। জুটি ভাঙে শামীমার বিদায়ে নন্ডুমিসু শাঙগাসের বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন শামীমা। ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।

দ্বিতীয় উইকেটে সোবহানা মোশতারির সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন মুরশিদা। ৩ চারে ১৭ বলে ১৬ রান করে ফেরেন সোবহানা। এর পর আর উইকেট হারায়নি বাংলাদেশ।

অধিনায়ক জ্যোতি ও মুরশিদার অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটজুটিতে আসে ৪২ বলে ৬৬ রান। ইনিংস উদ্বোধন করতে এসে দারুণ ব্যাটিং করতে থাকা মুরশিদা ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মাত্র ৩৫ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ বলে ৬২ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ১টি ছক্কা। অন্যপ্রান্তে বেশ ঝড়ো গতিতে ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক ইনিংসে চার মারেন ৬টি।

ক্যারিয়ার সেরা কীর্তির দিনে ম্যাচসেরা হন স্বর্ণা আক্তার। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!