খুলনার তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার আজগড়া গাউস বাড়ীর মোড় এলাকায় তেরখাদা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা সালাম সরদার উপজেলা সদরের দক্ষিনপাড়া এলাকার মৃত জিতু সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার। এ সময় বিরি আজগড়া এলাকার গাউসবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় বীর মুক্তিযোদ্ধা সালাম সরদার।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেরখাদা থানার উপপরিদর্শক (এস আই) মাজরিয়া।
খুলনা গেজেট/ টি আই