খুলনা, বাংলাদেশ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মার্কিন শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে
  শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

তালা উপজেলা মহিলা দলের সদস্য সচিবসহ ৪ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলা মহিলা দলের সাত সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবসহ চারজন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, আফরোজা বিশ্বাস, শিরিনা ও সদস্য সচিব শিরিনা সুলতানা। শুক্রবার (৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের পদত্যাপপত্র সরবরাহ করেন তারা।

পদত্যাগপত্রে সদ্য ঘোষিত কমিটির আহবায়ককে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং প্রকৃত ত্যাগী, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলা হয়েছে।

পদত্যাগকারীরা বলেন, তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার শ্বশুর, ভাই, চাচা শ্বশুর আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তার ভাই ছাত্রলীগের সক্রিয় কর্মী। আমাদের পক্ষে তার নেতৃত্ব মানা সমীচীন নয়। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। শারিরীক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি। তখন তাকে কখনো রাজপথে দেখা যায়নি। সে কোনো আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনি। বরং আওয়ামী লীগের সাথে আতাত করে ছেলের চাকরী নিয়েছেন। এই কমিটিতে সিনিয়রদের যথাযথ মূল্যায়ন না করায় আমরা এই কমিটি থেকে পদত্যাগ করেছি।

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি বলেন, তালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এখন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এখানে যারা সাংগঠনিকভাবে ভালো করবে পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে তাদেরকে দায়িত্ব দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!