খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

সাতক্ষীরায় তালা উপজেলা চেয়ারম্যান ও চিকিৎসকসহ ৮ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা ও তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা পষিদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও একজন চিকিৎসকসহ গত দু’দিনে নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯ আগষ্ট পর্যন্ত মোট ৯২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০৩ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার ও বুধবার পৃথক ভাবে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার জেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন করে করোনা অক্রান্তরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তার দুই ছেলে স্বচ্ছ কুমার ঘোষ ও সজল কুমার ঘোষ, তালার জেয়ালা নলতা গ্রামের সোহেল হোসে, সাতক্ষীরা সদরের ডাক্তার শেখ আবু সাঈদ, শহরের পলাশপোল এলাকার মাছুমা, তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার মুজিবর রহমান ও কলারোয়া উপজেলার গোপিনাথপুর এলাকার মোমতাজ শাহিন।

এদের মধ্যে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯ আগষ্ট বুধবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৬১২ জনের নমুনা সংগ্রহ করে যবিপ্রবি ও খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

ইতিমধ্যে ৩ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯২৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০৩ জন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নতুন কনে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

এদিকে সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৬৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!