সাতক্ষীরার তালায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের প্রথম দিনে তালায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে মোড়ে মোড়ে টহল দিচ্ছেন পুলিশ ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান,তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে
বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
বৃহস্পতিবার, ৩টা পর্যন্ত ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করতেও অনুরোধ জানিয়েছেন তিনি।
খুলনা গেজেট/টি আই