খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সর্বোচ্চ তাপমাত্রা দেখালো যশোর-চুয়াডাঙ্গায় ৪২.৮ ও খুলনায় ৪২
  সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন
দৌলতপুর ও খানজাহান আলী থানায় রান্না খাবার বিতরণ

ডেঙ্গুর প্রকোপ বাড়লে করোনায় বিপর্যস্ত স্বাস্থ্যখাত আরও চাপে পড়বে : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এডিস মশা নিয়ন্ত্রণে আনতে সব ধরণের ব্যবস্থা নেওয়া না হলে ডেঙ্গুর প্রকোপ বাড়বে এবং তা করোনা মহামারির কারণে ইতোমধ্যে বিপর্যস্ত হওয়া স্বাস্থ্যখাতকে আরও চাপের মুখে ঠেলে দেবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঢাকাতে শুরু হলেও ঈদযাত্রায় এটি সারাদেশে পৌঁছে গেছে। দেশের প্রায় সব স্থানেই ডেঙ্গুর বাহক এডিস মশার ডিম রয়েছে। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম গৃহীত হলে এসব ডিম ধ্বংস করা সম্ভব হতো। সেক্ষেত্রে খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

বিগত বছরের তুলনায় রাজধানীতে রোগীর সংখ্যা বেড়েছে। অথচ খুলনা সিটি কর্পোরেশনের কোন কার্যক্রম নেই বলে চলতি বছর খুলনায়ও ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। বিগত বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলেও ডেঙ্গুর ভয়াবহতা আনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সাথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক কিটসের সরবরাহ নিশ্চিত এবং সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্ধিত ডেঙ্গু ওয়ার্ড করা যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে। অন্যথায় করোনায় বিপর্যস্ত খুলনা অঞ্চলে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাড়াবে ডেঙ্গু।

শনিবার (৩১ জুলাই) দুপুরে নগরীর দৌলতপুর ৪নং মধ্যপাড়া হাসপাতাল রোড ও খানজাহান আলীর থানার শিরোমনি এলাকায় লকডাউনে কর্মহীন ক্ষুধার্ত ৬শ’ মানুষের মাঝে মহানগর বিএনপির পক্ষ থেকে রান্না খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

দৌলতপুর থানায় রান্নাখাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, শেখ মুশাররফ হোসেন, অধ্যঃ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, হাসানুর রশিদ মিরাজ, লিয়াকত হোসেন লাভলু,মোল্লা মুজিবুর রহমান, শরিফুল আনাম, আসাদুর রহমান, জাহিদ হাসান খসরু কামরুল ইসলাম বাচ্চু, আরমান হোসেন, মিলু খান, এরশাদ হোসেন, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, কবির হোসেন, বাবর মোল্লা, জাকির হোসেন, রাসিকুল আনাম রাসু, এনায়েত হোসেন, কামাল হোসেন, রাকিব হোসেন, মিজান,পলাশ প্রমূখ।

খানজাহান আলী থানার শিরোমনিতে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ ইকবাল হোসেন, এস এ রহমান বাবুল, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু , মেহেদী হাসান দিপু, আবু সাইদ হাওলাদার আব্বাস, এনামুল হাসান ডায়মন্ড, মিজানুর রহমান মিলটন, আ. রব মুন্সি, আশরাফ হোসেন, কাজী মিজানুর রহমান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ আঃ সালাম, শেখ আলমগির হোসেন, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসিবুল হাসান, মোল্লা লোকমান হোসেন, মোল্লা সোহরাব হোসেন, আলহাজ¦ শেখ আলামিন, মোল্লা শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, নাসিরউদ্দিন, মোঃ সেলিম, আলমগীর হোসেন, আবুল কালাম, বাপ্পি, শেখ বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, আসাদুল, সাহেব আলী, মোঃ হাদি, সম বাবর আলী, দিপু, বিপু প্রমূখ । প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!