খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে ওই নারীর মৃত্যু হয়ে। নিহত নারী হাসানপুর গ্রামের জনৈক শিমুল সরকারের স্ত্রী অঞ্জনা সরকার। তিনি এ সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাসের শিশুকে চিকিৎসার জন্য ইঞ্জিনচালিত ভ্যানে আসছিলেন।

সড়ক দুর্ঘটনায় অঞ্জনা সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।

ডুমুরিয়া থানার এস আই নিউটন বলেন, কয়েকদিন ধরে অঞ্জনা সরকারের ৬ মাস বয়সী কণ্যা পেতশ্রী সরকার জ্বরে আক্তান্ত ছিল। শনিবার সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য হাসানপুর থেকে রওনা হয়। এর আগে বেলা ১১ টার দিকে ডুমুরিয়ার সাজিয়ারা এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় ওই সংঘর্ষের সময়ে অঞ্জনা সরকারকে বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এ সময়ে অঞ্জনা  ভ্যান থেকে ছিটকে পড়ে পাশ্ববর্তী ড্রেনের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং রক্ত ক্ষরণ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!