খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

ডুমুরিয়ার উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা পে‌লেন শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কার

ডুমুরিয়া প্রতিনিধি

নারী উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে কাজের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ডুমুরিয়া উপজেলার কৃষি দপ্তরের উপ-সহকারী করুনা মন্ডলকে শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কারে ভৃষিত করেছেন কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার সকাল ১০টায় কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

জানা যায়, শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন তিনি। কৃষকদের সাথে একজন নারী হয়েও প্রতিদিন সকাল হতে বিকাল পর্যন্ত মাঠে পড়ে থেকে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরামর্শ ও কৃষকের ভাগ‍্য উন্নয়নে সহযোগিতা করার সফলতা হিসেবে কৃষি মন্ত্রণালয় দেশের মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কারে ভূষিত করেন।

২১-২২অর্থ বছরে কর্ম সম্পাদন সুচকের আওতায় নারী মাঠ কর্মী হিসাবে তাকে মনোনীত করে কৃষি মন্ত্রণালয়।

এব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরষ্কার। সফলতার সাথে মাঠে কাজ করেছি। কৃষকদের সাথে নিবিড়ভাবে নিজেকে নিয়োজিত রেখে উন্নত কৃষি আবাদ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায‍্যে করছি। ভাল কাজের ফল হিসেবে এ পুরষ্কার পেয়েছি। আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরষ্কার প্রদান করায় কৃষি দপ্তরের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়া করুনা মন্ডল ২০১৮ সালে কৃষি অধিদপ্তরের আওতাধীন এনএটিপি প্রকল্প থেকে ইন্দোনেশিয়া ভ্রমনে যান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!