খুলনা, বাংলাদেশ | ২৫ ভাদ্র, ১৪৩১ | ৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে
  ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
  দুদকের ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক পদে রদবদল
  ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ- পরিবেশ উপদেষ্টা
  খুলনাসহ ২৫ জেলায় নতুন ডিসি

ডিভোর্স নিয়ে ফেসবুকে যা লিখলেন পরীমনি

বিনোদন ডেস্ক

বুধবার দুপুরেই জানা গেছে স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন আলোচিত অভিনেত্রী পরিমনি। জানা যায়, ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। তবে এ বিষয়ে সারাদিন দুজনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও আজ রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক একাউন্ট থেকে রাজ বিষয়ে পুরোনো একটি স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে পরীমনি এক স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন-

‘নিশ্চই এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবার ও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেইসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিলো। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকতেও ব্লাকমেলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!

আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি।সেও সুযোগ পেতো কারন আইনগত ভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি।

এসবে বারবার আমি অসন্মানিত হয়েছি আপনাদের কাছেও।

আমাকে ক্ষমা করবেন।

***আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যেয়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।

বিঃদ্রঃ আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করবো।এতো দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ান শিপ এখন তার মা’র। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!