ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গত ৭ অক্টোবর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ অব্যাহতি দেন। আজ বুধবার সংশ্লিষ্ট ট্রাইবুনালের বেন্স সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা হেদায়েৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ করতে পারেনি বলে অব্যহতি প্রদানের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে তাকে অব্যহতি প্রদান করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। খুলনার আদালতে দুদফা শুনানি শেষে মামলাটির বিষয়ে সিদ্ধান্তের জন্য সাইবার ট্রাইব্যাল ঢাকায় প্রেরণ করা হয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে খুলনার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাট) আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে বলে প্রথম ঘোষণা দেন। এর ঘণ্টাখানেক পর এ আসনের ফলাফল সংশোধন করে পুনঃঘোষণা করেন।
এই দুটি ঘোষণা নিয়ে করা প্রতিবেদন ঢাকা ট্রিবিউন অনলাইনে প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর হেদায়েৎ হোসেনসহ দু’জনের বিরুদ্ধে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
খুলনা গেজেট/এমবিএইচ