খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

ডঃ মসিউর রহমানের স্ত্রী’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ও দিঘলিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা (৮০) আর নেই। তিনি সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী এবং ২ সন্তান রেখে গেছেন। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি।

আগামীকাল মঙ্গলবার বাদ যোহর জানাজার নামাজ শে‌ষে বনানী কবরস্থা‌নে মরহুমা‌কে দাফন করা হ‌বে।

নভেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মসিউর রহমান ও তার স্ত্রী। তবে সবশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে। মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী জানান, মসিউর রহমানের শরীর মোটামুটি ভালো আছে। তবে তিনি এখনও হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

খুবি উপাচার্যের শোক : প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার ইন্তেকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মরহুমা ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবী। সাধারণ মানুষ বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে নানাভাবে সম্পৃক্ত থেকে ভূমিকা রেখেছেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ পৃথক শোক বিবৃতিতে অনুরূপ শোক প্রকাশ করেছেন।

আরো শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো শোক বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এছাড়া আরো শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগর’র প্রতিষ্ঠা কালীন সভাপতি সাবেক মহানগর আ’লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, নগর আ’লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, কেসিসি’র কাউন্সিল জেড এ মাহামুদ ডন, নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী ও সদস্য সচিব এম এ নাসিম, সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েল’র ব্যাক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান’সহ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!