খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ঝিনাইদহের দুই এমপিকে ইসির সতর্কতামূলক চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের দুই সংসদ সদস্যকে সাবধান করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় তাদের সাবধান করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) ইসির নির্বাচন প্রশাসন শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান তারদেকে চিঠি পাঠিয়েছেন।

ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী ও ঝিনাইদহ-১ মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সরকার নির্বাচন চলমান রয়েছে। নির্বাচনে কোনো কোনো এলাকায় আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটানো হচ্ছে অথবা প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যরাও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, যা আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ অর্থদন্ড ও কারাদন্ডের বিধান রয়েছে। সংশ্লিষ্ট সব সংসদ সদস্যকে উক্তরূপ বিধি বিধান সদয় অবগতির জন্য এখানে পুনরুল্লেখ করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, সংসদ সদস্যদের মাধ্যমে বা তাদের সংশ্লিষ্টতার কারণে আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত বটে। এমন ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্য দায় এড়াতে পারেন না। এ ধরনের ঘটনা ঘটবে না বলে নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী। এরূপ পরিস্থিতির উদ্ভব হলে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে যেতে হতে পারে। সংসদ সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং ভোট শেষে ভোটকেন্দ্র ত্যাগ করবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!