যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে উপজেলার গদখালীর বোধখানা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে অনিক হোসেন ও ইকরামুল হোসেন মানিক, মোসলেম আলীর ছেলে মোস্তাফিজুর রহমান, কদম আলীর ছেলে আব্বাস আলী ও মন্টু হোসেনের ছেলে পিয়াল হোসেন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে অনিক ও মানিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইকরামুল হোসেন মানিক জানান, বুধবার রাত ৮টার দিকে বাজারের ইমানের দোকান থেকে আমি ও মোস্তাফিজুর একসঙ্গে বাড়ি ফিরছিলাম। এ সময় হঠাৎ বোধখানা গ্রামের মাসুদ, শাওন ও রিপন, সাগর, কল্লোল, বুলবুল, রায়হান, বাবু ও সজিব হকিস্টিকসহ দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। আমার ছোট ভাই অনিক তাদেরকে ঠেকাতে গেলে তার মাথায় দা দিয়ে মাসুদ কোপ দিয়ে জখম করে। আমাদের ডাক চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, ইউপি নির্বাচনে মেম্বার পদে পরাজিত প্রার্থী মোখলেছুর রহমানের পক্ষে আমরা কাজ করেছিলাম। সেই শত্রুতার জের ধরেই এ হামলা বলে তিনি দাবি করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ঘটনা শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এসজেড