খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ

ঝিকরগাছায় দু’টি রাইস মিলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর ও গঙ্গানন্দপুর বাজারের দু’টি রাইস মিলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেছেন।

সোমবার(৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ছুটিপুর ও গঙ্গানন্দপুর বাজারের শাপলা ও কফিল উদ্দিনের নামে থাকা দু’টি রাইচ মিলে পাটজাত পণ্য বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ২০১০ এর ১৪ ধারায় ১৩ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়া তিনি ছুটিপুর ও গঙ্গানন্দপুর বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করেন।

খাবার হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরা মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন মূখ্য পাট ইন্সপেক্টর আক্তার হোসেন, উপজেলা ভূমি অফিসের সহকারী ও পেশকার সাখাওয়াৎ হোসেন, থানা পুলিশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!