যশোরের ঝিকরগাছা উপজেলার অবৈধ একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার কায়েমকোলা এমএনএন ব্রিকসকে বন্ধের নির্দেশের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক জানান, এদিন উপজেলার বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। উপজেলার কায়েমকোলা গ্রামে লাইসেন্স না থাকা ও অনুমোদনবিহীন কাঠ পোড়ানোর অপরাধে এমএনএন ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের জলকামান নিয়ে ইটভাটার আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। মালিক পক্ষ এ ইটভাটার বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপর তাদেরকে অনুমোদনবিহীন এ ইটভাটা বন্ধ রাখার জন্য নির্দেশ ও সতর্ক করে দেয়া হয়। অভিযানকালে তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান।
পরে ভ্রাম্যমাণ আদালত ঝিকরগাছা বাজারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় দু’জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এসময় তাদের ৪শ’ টাকা জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঝিকরগাছা বাজারে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হয়।
খুলনা গেজেট/এএ