খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
  টানা দ্বিতীয় বিপিএল শিরোপা ফরচুন বরিশালের, ফাইনালে চিটাগং কিংসকে হারিয়েছে ৩ উইকেটে

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, একজন ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী এক শিক্ষাথী আহত হয়েছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঝিকরগাছার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আজহারুল ইসলাম বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার পরিকল্পনা করে আন্দোলনের সভাপতি আতাউর রহমান বিক্রমপুরীকে আমন্ত্রণ জানান।

পরিকল্পনা অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক মাহমুদ, সদস্য সচিব আঁখিসহ ১৫-১৬ জনের একদল শিক্ষাথী হাতুড়ি ও শাবল নিয়ে ম্যুরাল ভাঙা শুরু করে। এসময় ৭-৮টি মোটরসাইকেলে করে আতাউর রহমান বিক্রমপুরী ও তার ১০-১২ জন সহযোগী সেখানে উপস্থিত হন।

ঘটনাস্থলে পৌঁছেই আতাউর রহমান বিক্রমপুরী পুরো ঘটনাটি মোবাইলে সরাসরি সম্প্রচার (লাইভ) করার চেষ্টা করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তাকে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এতে যশোরের সুজলপুর গ্রামের খোকন খলিফা ছেলে সাকিব খলিফা (২০) ছুরিকাঘাতে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন আহত সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সংঘর্ষের পর পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!