খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

ঝর্ণার স্রোতের মতো : জীবনপ্রবাহ

আবদুস সালাম খান পাঠান

ভাসমান প্রবালের মতো জীবন বৈচিত্র্য গড়ায়
সাগরের নোনাজলে । নতুন বলয়ে ।
গোধূলি সন্ধ্যায় সাগর অস্তাচলে সূর্যের
রঙিন কিরণ-আভা, সৌন্দর্য ডুবে-ঢেউয়ের
উত্তালে, – নীলাভ জলে ।

জীবন সংগ্রামে কেটে যায় অতীত দিন
– আনন্দ বেদনায় । স্মৃতির মোহনায় খুঁজি
আলোর পরশ, শুধুই দু’নয়ন মেলে ।
সত্য শপথে কায়িক শ্রমে ডুবে থাকি, সৎ,
ও হালাল, আয়-উপার্জনে । ঈমানী জৌলুশ বলে ।

হৃদয়ের আকাশ-ঢাকে না আজি অন্ধকার সাঝে
জোয়ার ভাটার জলে, বিশ্বাসী জীবন চলে –
– ঢেউয়ের তালে । জীবনের ঐশ্বর্য-সুখ ‘খুঁজি
– আমি, প্রকৃতি, সাগর, নদীজল, বনছায়া তলে’ ।
আত্নসুখে কভু, ভুলে-না যাই স্রষ্টার স্মরণ:
দিবসরজনী, নিশিকালে ।

জীবনের সকল ইচ্ছাগুলো মিটে, প্রকৃতি বৈচিত্র্য
স্রষ্টার দয়া, মহিমা, সত্য আরাধনা বলে ।
ঝর্ণার স্রোতের মত জীবন চলে, সদাই সর্ব
সুখ,- শ্রমে ডুবে, সোনালি স্বপ্নের কল্লোলে ।
গতিময় জীবন সৌন্দর্য শুধু বিশ্বাসের বলে ।

খুলনা গেজেট/  টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!