খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

ঝড়ে লন্ডভন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম

ক্রীড়া প্রতি‌বেদক

আর দুইদিন পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। তার আগে প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম।

মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সকালে প্রবল ঝড়ে প্রেইরি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরি আবহাওয়া ও মাঠটি অনুপযুক্ত হয়ে পড়ায় বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটিও।

ওই অঞ্চলজুড়ে বর্তমানে বজ্রসহ শক্তিশালী ঝড়, টর্নেডো, এমনকি আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজন নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ভেন্যুটির সীমানা (ফেন্স) ও গ্যালারির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচ আয়োজন নিয়ে আশঙ্কা নেই।

এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, রাজ্যটির এক-তৃতীয়াংশের বেশি এলাকা বিপর্যস্ত হয়েছে। মঙ্গলবার সকালে প্রবল ঝড়ের পর রাতে ভারী বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়।

২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৮ জুন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!