খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

জেলেপল্লীর মারুফার পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার ডিসি

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

মেডিকেলে চান্স পাওয়া সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালার জেলেপল্লীর অদম্য মেধাবী মারুফার পড়ালেখার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

রোববার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজে এমবিবিএস এ ভর্তির সুযোগ পাওয়া মারুফা ও তার পরিবারের সদস্যরা। জেলা প্রশাসক মারুফার পরিবারের সার্বিক খোজ খবর নেন এবং মারুফার মেডিকেলে পড়ালেখার দায়িত্ব নেন।

এসময় সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

জেলা প্রশাসকের সাথে মারুফা খাতুনের সৌজন্য সাক্ষাৎএর সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মারুফার পিতা আজিত বিশ্বাস, মা তাসলিমা বেগম প্রমুখ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, জেলা প্রশাসকের সাথে মারুফা ও তার পরিবারের সদস্যরা দেখা করেছেন। জেলা প্রশাসক হিসেবে তিনি মেডিকেলে পড়াকালীন মারুফার সকল খরচ বহনের আশ্বাস দেন।

উল্লেখ্য, মারুফা এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দারিদ্রতার কারণে তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।

তালার জেয়ালা-নলতা গ্রামের মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।

এর আগে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে মারুফার পাড়লেখা করার জন্য আর্থিক সাহায্য করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!