খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা (মূলতবি) গতকাল সোমবার বেলা একটায় সমিতির বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়। সভায় আট বছরের অডিট রিপোর্টের অনিয়ম তুলে ধরা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম তারিক মাহামুদ তারা জানান ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অডিটে অনিয়ম ধরা পড়েছে। তারা দায়িত্বে থাকাকালীন সময়ে খরচের ভাউচার জমা দেননি। তাদেরকে ৫ জানুয়ারির মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে আত্মপক্ষ সমর্থন এবং ভাউচার জমা দিতে ব্যর্থ হলে আত্মসাৎ মামলা দায়ের করা হবে।
খুলনা গেজেট/এএ