জুয়ার নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ পুলিশ ১৪ জনকে আদালতে প্রেরণ করেছে। এর আগে সোমবার (১১ এপ্রিল) রাতে খুলনা থানা পুলিশ মিউনিসিপ্যাল ট্যাংক রোডের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ হাওলাদার (৪০), ইয়াসিন সিকদার (৩৮), মোহাম্মাদ আলী (৪৫), এস এম সুজা (৪৬), এস এম কামরুজ্জামান (৫২), রবিউল ইসলাম (২৮), আকাশ রহমান (৩৫), মনিরুল ইসলাম (৩২), আবুল বশির (৫৬),আঃ খালেক ফারাজী (৪৭), শেখ শহিদুল ইসলাম লিটু (৪৫), রফিকুল ইসলাম (৪০), নাজিম উল্লাহ (৪২), মনিরুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১১ টায় মিউনিসিপ্যাল ট্যাংক রোডের জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে পুুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ নগদ ৩৬ হাজার ৭ শত ৬৫ টাকা এবং জুয়া খেলার বোর্ড ও একটি ষ্টিলের তৈরি বক্স উদ্ধার করে। জুয়া আইনে থানায় মামলা হয়েছে, যার নং ১৮। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই