খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে খুলনায় বিএনপির নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি ও সম্পাদক মন্ডলীর সভায় বক্তারা বর্তমান সরকারের শাসনামলে অনুষ্ঠিত সকল নির্বাচনে কারচুপি, ইভিএম ডাকাতির তীব্র নিন্দা জানিয়ে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার নীল নকশা সম্পর্কে জনগণকে সর্তক ও সজাগ থাকার আহবান জানিয়েছেন।

সভায় নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে ১৯ ও ২০ জানুয়ারি দু’দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি সকল থানা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও ২০ জানুয়ারি নগরীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, খুলনা বিএনপি বিনা বাঁধায় সকল কর্মসূচি শান্তিপুর্ণ ভাবে পালন করতে চায়। এছাড়া সভায় নগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশারফ হোসেন, এড. বজলুর রহমান, রেহেনা ঈসা, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, এড. গোলাম মাওলা, শাহিনুল ইসলাম পাখি, এড. এমদাদুল হক হাসিব, মজিবর রহমান ফয়েজ, এড. মশিউর রহমান নান্নু, জালু মিয়া, সাজ্জাদ আহসান পরাগ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, রফিকুল ইসলাম শুকুর, আশরাফ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, সিদ্দিকুর রহমান প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!