যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে থাকা জাহাজে হ্যাজের হলার লাগানোর সময় পা পিছলে পড়ে গিয়ে সুজন ফকির (৩০) নামের একজন ঘাট শ্রমিক মারা গেছেন। বুধবার সন্ধ্যার পর ভৈরব নদের নওয়াপাড়ার শাহ জুনায়েতের ঘাটে এ দূর্ঘটনা ঘটে।
নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল সরদার জানান, সন্ধ্যার পর ঘাট শ্রমিক সুজন ফকির এমভি সামিরা সাইমুন জাহাজে হ্যাজের হলার লাগাতে গিয়ে পা পিছলে হ্যাজের ভিতর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত ঘাট শ্রমিক সুজন ফকির ঝালকাঠি জেলার পুটিয়াখালি রাজাপুর গ্রামের সোহরাব ফকিরের ছেলে।
হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাজনিন নিগার জানান, ঘাট শ্রমিকের মাথায় প্রচন্ড আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
থানার ওসি একেএম শামীম হাসান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।