খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছেন : সালাম মূশের্দী

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের সব ভাষাভাষী সংস্কৃতির মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভাষা আন্দোলনে বাঙালী কৃতি সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে বাঙালীর প্রাণের দাবী বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে গত ১৩ বছরে দেশের আর্থ সামাজিক খাতের প্রতিটা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সরকার।
বাংলাদেশের সঙ্গে ইউনেস্কো ২০০০ সাল থেকেই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরসহ আরো অনেকেই। আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

সেই সঙ্গে পরম শ্রদ্ধায় স্মরণ করি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা সৈনিকদের। যাদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময় আমাদের মা মাটি ও মানুষের মর্যাদা সমুন্নত হয়েছে।

তিনি আরো বলেন, জাতির পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা সকল দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দেন। তিনি সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করেন।

আজ সোমবার (২১ ফেব্রিয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজনে সকাল সাড়ে ৯টায় এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস।

বক্তৃতা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম-সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গফুর খান,রূপসা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ আ:রাজ্জাক শেখ, আওয়ামীলীগ নেত্রী মাধূরী সরকার, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!