খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের ২০ এপ্রিল খুলনায় নদী মেলা

তালা প্রতিনিধি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের যশোর-খুলনা-সাতক্ষীরা জেলার নদ-নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে খুলনায় দিনব্যাপী নদী মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ এপ্রিল) খুলনায় শিল্পকলা একাডেমিতে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে এ নদী মেলা অনুষ্ঠিত হবে।

নদী মেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র অঞ্চলের (আশাশুনি-দেবহাটা কালিগঞ্জ) সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, (অভয়নগর-বাঘারপাড়া) সংসদ সদস্য এনামুল হক বাবুল, (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান, (মনিরামপুর) সংসদ সদস্য মোঃ ইয়াকুব আলী, (কেশবপুর) সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, (সংরক্ষিত নারী আসন) সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

নদী মেলায় উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষজ্ঞ সংস্থা সিইজিআইএস এর নির্বাহী পরিচালক ড. মালিক ফিদা আব্দুল্লাহ খান, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক জহির-উল হক খান এবং আলোচক হিসাবে অন্যান্যদের সাথে উপস্থিত থাকবেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিম জোন, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খুলনা, সাতক্ষীরা ও যশোর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নদী ও পরিবেশ নিয়ে আন্দোলনকারী নাগরিক সংগঠনের প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি’র প্রতিনিধিসহ এ অঞ্চলের ভূক্তভোগী প্রায় ৫ শতাধিক প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!