খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

জলাতঙ্ক প্রতিরোধে ১৯ থেকে ২৩ জানুয়ারি খুলনায় কুকুরের টিকাদান

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা  সোমবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সারাদেশে ইতোমধ্যে প্রায় ২৫ লক্ষ ৩৩ হাজার ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরী এলাকায় আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩য় রাউন্ড কুকুরের ঠিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্ল্যানের জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের সকল জেলায় ৩ রাউন্ড এমডিভি কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, খুলনা সিটি কর্পোরেশন এর ভেটেরিনারী দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগত শতাধিক জনবল মাঠ পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করবে।

দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের ল্েয স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি’র সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের ভেটেরিনারী দপ্তর এ সভার আয়োজন করে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমোরী সুফিয়া রহমান শুনু, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল ও কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার রতন কৃষ্ণ রায়। কুকুরের ভ্যাক্সিনেশন বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন এমডিভি এক্সপার্ট ও ভেটেরিনারিয়ান ডা. মোঃ কামরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।

অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, জেড এ মাহমুদ ডন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, আশফাকুর রহমান কাকন, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, কাজী তালাত হোসেন কাউট, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ ডালিম হাওলাদার, শেখ মোহম্মদ আলী, সংরতি আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শাহিদা বেগম, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, মাহমুদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারসহ ওয়ার্ড অফিসের সচিবগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!