জন্মমৃত্যু রেজিস্ট্রেশনে খুলনা বিভাগের বিভাগীয় শ্রেষ্ঠ হয়েছে যশোরের চৌগাছা পৌরসভা। রবিবার (১৬অক্টোবর) সকালে পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নিকট থেকে পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
স্থানীয় সরকারের মাধ্যমে দেশব্যাপি জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন অব্যহত রয়েছে। সরকারের পক্ষে এই কার্যক্রমকে উৎসাহ দিতে স্থানীয় সরকারের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তারই আলোকে রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জন্মমৃত্যু রেজিস্ট্রেশনে শ্রেষ্ঠ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দীন চৌধুরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সামসুল আরেফিন, ইউনিসেফ এর অফিসার ইনচার্জ ড. সাজা ফারুক আব্দুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম চৌগাছা পৌর সভার মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেলের হাতে পুরস্কার স্বরুপ সম্মাননা তুলে দেন।
খুলনা গেজেট/ টি আই