খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

চৌগাছায় ২০ ঘণ্টায় সড়কে ঝরলো তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা ও সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় দ্রুতগতির ট্রাক। এতে মোটরসাইকেলের দুই আরোহী আয়ুব আলী (৫৫) এবং নুর ইসলাম (৪১) ঘটনাস্থলেই মারা যান। মৃত আয়ুব আলীর বাড়ি উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী এবং নুর ইসলাম একই ইউনিয়নের মালিগাতি গ্রামে।

স্থানীয়রা আরো জানায়, উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি থেকে মোটরসাইকেলে পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে পৌঁছালে ঝিকরগাছার দিক থেকে চৌগাছায় যাওয়া একটি দ্রুতগতির ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালাতে থাকে। এতে মোটরসাইকেলের দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। উভয়ের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়। কিছুদুর যেয়ে ট্রাকচালক গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার ও ট্রাকটি হেফাজতে নেয়।

এরআগে সোমবার রাত ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা কবরস্থান নামকস্থানে একটি মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাওন হোসেন (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। শাওন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং অনার্সের শিক্ষার্থী। চৌগাছা থেকে মহেশপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!