যশোরের চৌগাছায় লকডাউন অমান্য করে দোকান খোলায় তিন দোকানি এবং অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ এনামুল হক এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় দোকান বন্ধ করে ছাদে পালিয়ে যাওয়ায় জহুরুল ইসলাম, আজগর আলী ও নাজিম উদ্দিনকে আটক করা হয়।
শুক্রবার সকাল দশটায় চৌগাছা বাজারে অভিযান চালিয়ে কাপুড়িয়াপট্টির সিদ্দিক টেইলার্সের মালিক সিদ্দিকুর রহমানকে আট হাজার টাকা, মোটরসাইকেলে একাধিক যাত্রী নিয়ে ঘুরে বেড়ানোয় আড়াদহ গ্রামের সাজেদুর রহমান ও বলিদাপাড়া গ্রামের হ্যাপি নাগকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। একই সাথে আলম মিষ্টান্ন ভান্ডারের মালিক শামসুল আলম ও তার ছেলে মনিরকে আটক করা হয়। তবে একই অপরাধে গত বৃহস্পতিবার আলম মিষ্টান্ন ভান্ডারের মালিক শামসুল আলমকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ এনামুল হক জানান, করোনা সংক্রমণরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আটক পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
খুলনা গেজেট/ টি আই