খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

চৌগাছায় আলী হােসেন খােকন হত্যাকান্ড মামলায় আটক ১

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় আলী হােসেন খােকন হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্তি ৩নং আসামীকে আটক করেছেন।

রবিবার আসরবাদ জানাজা শেষে মরহুমের দাফন সম্পন হয়েছে। এদিকে হত্যাকান্ডের ঘটনায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

থানা সূত্র জানা গেছে, হত্যাকান্ডের শিকার আলী হােসেনের বড় ভাই ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদি হয়ে ২৭ জুলাই (শনিবার) রাতে থানায় একটি হত্যা মামলা করেন। ছয় জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাত আরও আসামী করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্তি ৩নং আসামী উপজেলার হিজলী গ্রামের বাসিদা ও হুদাপাড়া মহল্লার জামাই আব্দুল মালেককে আটক করেন। তবে অন্য আসামীরা আত্মগাপনে চলে যাওয়ায় পুলিশ তাদের আটক করতে পারেনি।

এ দিকে রবিবার নিহতের ময়না তদন্ত শেষে বিকালে মরদেহ গ্রামের বাড়ি হুদাপাড়ায় এলে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন বাদ আসর হুদাপাড়া জামে মসজিদের সামনে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, শনিবার রাতে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়, বাকি আসামী আটকের অভিযান অব্যহত আছে।

উল্লেখ্য, শনিবার রাত ৮ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে আলী হােসেন খােকনকে তুচ্ছ ঘটনায় আসামিরা ছুরিকাহতে হত্যা করে পালিয়ে যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!