খুলনা মহাগরীরর আড়ংঘাট থানা পুলিশ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ২টি চোরাই মটরসাইকেল সহ ২ চোরকে আটক করেছে। আটককৃত হলো খুলনার দিঘলিয়া উপজেলার ইউনুস শেখের ছেলে দেলোয়ার ও সাতক্ষীরার শ্যামনগরের মো. আলী মোল্লার ছেলে সোবহান মোল্ল্যা।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, খুলনা জলিল টাওয়ার এলাকা থেকে আটককৃতরা ২ টি মটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার এক পর্যায়ে বাইপাস মোস্তর মোড় এলাকায় একটি মটরসাইকেলের চেইন ছিড়ে যায়। তখন একটি নসিমনে করে সেই মটরসাইকেল নিয়ে ২ চোর চেইন লাগাতে আসে আড়ংঘটা থানাধীন তেলিগাতী পাকারমাথার রানার সাইকেল গ্যারেজে। এদিকে আড়ংঘাটা থানা টহল পুলিশ মটর সাইকেল চোরদের পিছু নিয়ে তেলিগাতী পাকারমাথা এসে তাদেরকে আটক করে ।
থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, যেহেতু মটর সাইকেল খুলনা সদর থানা এলাকা থেকে চুরি হয়েছে সেহেতু এ বিষয়ে সদর থানাতে মামলা হবে আমরা শুধুমাত্র চোরাই মটর সাইকেল সহ চোর আটক করেছি।
খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/ এএজে