খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

চেতনানাশক প্রয়োগের পর ১২ নারীকে ধর্ষণ, ৩ জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

কসমেটিক সার্জারির চতকদার বিজ্ঞাপন দিয়ে তরুণী ও নারীদের ফাঁদে ফেলে চেতনানাশক ইনজেকশন প্রয়োগের পর ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচারবিভাগ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

২০২১ সালের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে যৌন নিপীড়নের অন্তত ১২টি মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।

হরমোজগানের প্রধান বিচারপতি মোজতবা ঘাহরামানির বরাত দিয়ে মিজান বলছে, প্রদেশের একটি অবৈধ বিউটি সেলুনে কয়েকজন নারীকে ধর্ষণ করেছিলেন অভিযুক্তরা। মঙ্গলবার (৪ জুলাই) সকালের দিকে হরমোজগানের বন্দর আব্বাস কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অভিযুক্তদের মধ্যে একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সাত ভুক্তভোগী নারীকে ভুয়া ক্লিনিকে যেতে প্রলুব্ধ করেছিলেন। পরে ইনজেকশনের মাধ্যমে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ওই নারীদের ধর্ষণ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্য যে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে, তারা পেশায় নার্স। তাদের বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি মামলার পাশাপাশি ওষুধ চুরির অভিযোগও ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিশ্বে চীনের পর কেবল ইরানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ইরানে কমপক্ষে ৫৮২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরাহয়; যা ২০১৫ সালের পর এক বছরে সর্বোচ্চ।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!