বাংলাদেশের সঙ্গে উত্তেজনা এড়াতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারত। গত শুক্রবার দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তা এ তথ্য জানান।
পশ্চিমবঙ্গের বৈষ্ণবনগর সীমান্তে গত সোমবার বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। কিন্তু এ নিয়ে বিজিবি আপত্তি জানালে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার নির্মাণকাজ স্থগিত করলেও মঙ্গলবার আবারও বেড়া স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর কাজ বন্ধ করে দেয় তারা।
বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ওই কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘যেহেতু এখনই বেড়া দেওয়া জরুরি নয়। তাই উত্তেজনা, দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি এড়াতে আমরা কিছু সময়ের জন্য বেড়া নির্মাণ স্থগিত রাখছি। এটি আবারও শুরু হবে। তবে আমরা কোনো সময় নির্ধারণ করছি না।’
একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ওই অঞ্চলে গত দু’দিনে বিএসএফ সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি ক্যাম্প অফিস স্থাপন করা হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক টহল ও নজরদারি চালানো হচ্ছে। বিএসএফের ওই কর্মকর্তা বলেন, ‘অনেক সংবাদমাধ্যম উত্তেজনা তৈরির চেষ্টা করছে। কিন্তু আমরা নিশ্চিত করছি, বৈষ্ণবনগর সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা উত্তেজনা এড়াতে অস্থায়ীভাবে নির্মাণকাজ বন্ধ করেছি।’ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে ৫০ শতাংশে কোনো বেড়া নেই।
খুলনা গেজেট/এইচ