খুলনার চুকনগরে পানিতে ডুবে তীর্থ মন্ডল নামে ২বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার বয়ারসিং গ্রামের ভক্ত মন্ডলের পুত্র।
পারিবাারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টার দিকে মা শিশুটিকে উঠানে ছেড়ে দিয়ে বিচালী কাটছিল। এসময় শিশুটি সবার অগোচরে হাটতে হাটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তীর্থকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খুলনা গেজেট/কেএম