চুকনগরে নৌ পুলিশের পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে ১ জন মারা গেছে।
নিহত সাজ্জাত মোড়ল (৪৫) পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে। মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাত মোড়লের মৃত্যু হয়।
সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪০), ভ্যান যাত্রী যশোর সদরের চুড়ামনকাটি এলাকার প্রকাশ দাস (৩৮), তার স্ত্রী শ্রীমতি দাসী (২৮), তাদের শিশু কন্যা বৃত্তিকা দাস (৬), ডুমুরিয়া উপজেলার কাটাখালি গ্রামের কামরুল ইসলাম গাজী (৩৬) ও আঙ্গারদোহা গ্রামের মন্টি দাস (৩৫)।
এছাড়া অজ্ঞাত আরও ১জন আহত হয়েছেন।
খুলনা গেজেট/ এস আই