খুলনার চালনা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও তার কর্মী-সর্মথকদের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা একটার দিকে বৌমার গাছতলাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জগ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল।
সংবাদ সম্মেলনে অচিন্ত্য মণ্ডল বলেন, আগামী ২৮ ডিসেম্বর চালনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে স্বতস্ফূর্তভাবে প্রচার-প্রচারণা চালায়। কিন্তু সম্প্রতি তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রার্থী সনত কুমার বিশ্বাস, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী শেখ আবুল হোসেন ও তাদের সহযোগীরা নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক, ভোটার ও এজেন্টদের নানাবিধ ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে।
তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের এরূপ আচারণবিধি লঙ্ঘনের কার্যকলাপ নিরসনে নির্বাচন কমিশন ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ছাব্বির আহম্মেদ, অ্যাডভোকেট দেবপ্রসাদ রায়, পরিমল মণ্ডল, ডাক্তার নিতাই মণ্ডল, দিপু মণ্ডল, জাহাঙ্গীর শেখসহ আরও অনেকে।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী সনত কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি খুলনা গেজেটকে বলেন, এসব অভিযোগ মিথ্যা বানোয়াট। এর কোন ভিত্তি নেই।
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন বলেন, দাকোপ হচ্ছে আ‘লীগের ঘাঁটি। আগামী ২৮ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত ভেবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অসত্য ও কাল্পনিক কাহিনী এনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
খুলনা গেজেট / কেএম