খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ১৫

গেজেট ডেস্ক

পুরাতন প্রক্টর বডি বাতিল করে নতুন প্রক্টর বডিকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে ৭টার দিকে সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের পক্ষে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাকে বাতিলের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। অন্যদিকে নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজীবের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিয়োগের পক্ষে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
পরে উভয় বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসলে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। যা একপর্যায়ে কয়েক দফা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের শান্ত করার জন্য উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান ও নবনিযুক্ত প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ঘটনা স্থলে উপস্থিত হন।
উপ-উপাচার্য অধ্যাপক ড.সোহেল হাসান বলেন, দেশে একটি পরিবর্তন অবস্থা বিরাজ করছে। তাই তোমাদের উচিত পরিবর্তন কে মেনে নেওয়া। আমাদেরকে তোমরা সহযোগিতা করো। তোমাদের পরিবর্তন কে সম্মান করা উচিত। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে আমার বিন্দু মাত্র কোনো লাভ নেই।
তিনি আরও বলেন, আমরা শুধু একজনকে এক স্থান থেকে সরিয়ে আরেক জনকে দিয়েছি কাজের জন্য। তোমরা দেখো তিনি কেমন কাজ করেন। আমরা এখানে কোনো দলবাজি, কোনো দলের হয়ে স্ট্যান্ড বাজি করতে আসেনি। আমরা সব কিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। তোমরা তাকে দেখো তিনি কেমন কাজ করেন। যদি ভালো না হয় পরে পরিবর্তন করা হবে।
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ৫টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.মোরাদ হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজিব স্যারকে প্রক্টর করে ৬ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়।
খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!