অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে, তাদেরকেও একই আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) মাউশির উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি মোতাবেক যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, সেগুলোতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি থেকে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খুলন গেজেট/এএজে