গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মাইগ্রেশন বন্ধে কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে তারা বলেন, গুচ্ছ পরীক্ষা চার মাস আগে শেষ হলেও ভর্তি পরীক্ষা শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। গুচ্ছ ধীর গতি প্রক্রিয়াতে শুরু করলেও হঠাৎ জানুয়ারিতে ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বিশ^বিদ্যালয়ে অধিক সংখ্যক সিট এখনও খালি রয়েছে। গুচ্ছের অযৌক্তিক সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের যেসকল ক্ষতি হবে তা সেখানে শিক্ষার্থীরা তুলে ধরেন।
সেখানে শিক্ষার্থীরা আরও বলেন, অযৌক্তিক সিদ্ধান্তে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে ক্ষতির মুখোমুখি হবে। চলমান প্রক্রিয়ায় সিট পূরণ করে ক্লাস ফেব্রুয়ারিতে হলেও হাজারও শিক্ষার্থীর স্বপ্নগুলো বিলীন হওয়া থেকে রক্ষা পাবে। তারা মানববন্ধনে গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয় মাইগ্রেশন চালু করে ও সিট ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ না করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।
খুলনা গেজেট/ এসজেড