খুলনা যশোর মহাসড়কের গ্যারিশন মাত্তমডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গতকাল রবিবার সকাল সোয়া ১১টায় সাইকেল আরোহী মোঃ গফফার হাওলাদার(৬০) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোঃ গফফার হাওলাদার সাইকেল যোগে সকাল সোয়া ১১টায় রাস্তা পার হওয়ার সময় যশোর মুখি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো ট-১৫-৪২৫২) একটি ইজিবাইকে ওভারটেক করে গফফারকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী গফফার ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পায়।
আহত অবন্থায় তাকে উদ্ধার করে খুলন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যায়। নিহতের গফফার হাওলাদার মাত্তমডাঙ্গা গ্রামের আজিজ হাওলাদারের পুত্র বলে জানাগেছে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান এবং চালক আব্দুল বাতেনকে আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক আব্দুল বাতেনের বাড়ী ময়সনসিংহে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গেজেট