খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

গাভীর দুধ খেয়ে বেড়ে উঠছে ছাগল ছানা !

জুলফিকার আলী, কলারোয়া

বাঘে-মহিষে এক ঘাটে পানি না খেলেও, গাভীর দুধ খেয়ে বেড়ে উঠছে ছাগল ছানা, তাও আবার বাছুরের সঙ্গেই। এমনই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামের দিদার হোসেন নামের এক কৃষকের বাড়িতে।

জানা যায়, উলুডাঙ্গা গ্রামে গাভীর দুধ খেয়ে এক সঙ্গে বেড়ে উঠছে বাছুর ও ছাগলের একটি বাচ্চা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য একনজর দেখতে কৃষক দিদার হোসেনের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। উপজেলা থেকে মাত্র ১২ কিলোমিটার উত্তর-পূর্বে উলুডাঙ্গা গ্রামে ঢুকতে মাঠের ভিতরে পাকা রাস্তার পাশে দিদারের বাড়ি। দিদার একজন ব্যবসায়ী ও কৃষক।

তিনি জানান, গত কয়েকদিন আগে বাড়ির একটি গাভী গরুর বাছুর জন্ম দেয়। কিছুদিন পর একটি ছাগলও এক সাথে ২টি বাচ্চার জন্ম দেয়। ২টি বাচ্চার মধ্যে একটি মায়ের দুধ খাওয়ার সুযোগ না পেয়ে দুর্বল হয়ে পড়ে। পরে সেটিকে গাভীর দুধ খাওয়ানো শুরু করার পর এখন নিজে থেকেই খাচ্ছে।

দিদার হোসেন বলেন, গাভীর দুধ ছাগলের বাচ্চার খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. অমল বিশ্বাস বলেন, প্রাণিকূলে এমনটি হতে পারে। তবে সচরাচর দেখা যায় না। মায়ের শরীর থেকে প্রয়োজনীয় দুধ বা পুষ্টি না পেয়ে ছাগলের বাচ্চাটি গাভীর দুধ খাচ্ছে।

তিনি আরো বলেন, গাভীর দুধ খেলে ছাগল ছানা দ্রুত বেড়ে উঠবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!