সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে ডাল ভাঙতে গিয়ে আম গাছ থেকে পড়ে তৌহিদুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রামভদ্রপুর গ্রামে মঙ্গলবার গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ এপ্রিল) সকালে তিনি মারা যান।
নিহত তৌহিদুর রহমান (৪২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, তৌহিদুর বিভিন্ন মৌসুমে বিভিন্ন কাজ ও ব্যবসা করে থাকেন। মঙ্গলবার তৌহিদ জনৈক আবুলের আম গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/ এসজেড