নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এ মুহুর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। গণতন্ত্রেও লড়াইয়ে বিজয় হলে মানুষ ভোটাধিকার পাবে। এ জন্য গণতন্ত্রের লড়াইয়ে গণতন্ত্রমনা দলগুলোর ঐক্যের প্রয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালখালি এলাকায় খালিশপুর থানায় নাগরিক ঐক্য আয়োজিত এক সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। সভাপতিত্ব করেন থানা শাখার আহবায়ক রেজাউল কবির রিপন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও নগর শাখার আহবায়ক এড ড. জাকির হোসেন।বিশেষ অতিথি ছিলেন, নগর কমিটির সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।