সাবেক ছাত্রদল নেতাদের সামনে রেখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর ও জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই আংশিক কমিটি অনুমোদন দেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়েছেন সাবেক ছাত্রদল নেতা মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব হয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মুনতাসির আল মামুন।
অন্যদিকে জেলা কমিটির আহ্বায়ক হলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আতাউর রহমান রুনু ও সদস্য সচিব হয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি। আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠণ করে তাদের কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা গেজেট/হিমালয়