কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফলে লক্ষ্যে আজ রবিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ কর্মসূচী সফলের লক্ষ্যে ৩০ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মহানগর ও জেলার সকল ওয়ার্ড/ইউনিয়ন, থানা এবং অঙ্গ/সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মি সমর্থকদের কর্মসূচি সফলের আহবান জানানো হয়।
সভা থেকে বাজারে চাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে সরকারের দায়িত্বরতদের প্রতি আহবান জানানো হয়। সভায় মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের জন্য শোক, সমবেদনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
যৌথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, শেখ আব্দুর রশিদ, আব্দুর রাকিব মল্লিক, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, মোল্যা মোশারফ হোসেন মফিজ, আসাদুজ্জামান মুরাদ, রেহেনা ঈসা, ইউসুফ হারুন মজনু, রবিউল ইসলাম হোসেন, আবুল কালাম শিকদার, আবু সাঈদ শেখ, সিদ্দিকুর রহমান, আল আমিন তালুকদার প্রিন্স, নুরুল ইসলাম লিটন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, এড. তসলিমা খাতুন ছন্দা, নজরুল ইসলাম বাবু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, শেখ সাদী, মুর্শিদুর রহমান লিটন, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, জাফরী নেওয়াজ চন্দন, কামরান হাসান, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম, হাসান মেহেদী রিজভী, হাফিজুর রহমান মনি, তরিকুল ইসলাম, কাজী আব্দুল লতিফ, আফসার উদ্দিন মাস্টার, হাবিবুর রহমান বিশ্বাস, এইচ এম সালেক, জামাল উদ্দিন, জসিম উদ্দিন লাবু, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, হুমায়ুন কবির বাবুল, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম রবি প্রমুখ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এ হোসেন