খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমসটেক সাইডলাইন বৈঠকে মোদী বলেছেন কোনো ব্যক্তি বা দল নয় রাষ্ট্রের সাথে সম্পর্ক চায় ভারত : প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি
  বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থাকে সহায়তায় নাসার সাথে সমঝোতা চুক্তি সই

খুলনা বিভাগে একদিনে ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আর এক দিনে বেড়েছে মৃতের সংখ্যা, তবে কমেছে শনাক্ত। গত ২৪ ঘন্টায় বিভাগে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের।

সর্বশেষ সোমবার (৩০ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭১ জনের।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনা একজন, যশোরে চার জন, মাগুরা ও ঝিনাইদাহে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৮৯৯ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৩৯৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ৪০ জন, বাগেরহাটে ৯ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১৭ জন, নড়াইলে ৯, মাগুরায় ২ জন, ঝিনাইদহে ১১ জন, চুয়াডাঙ্গায় শূন্য ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!