খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং ৬২২) এর বহিস্কৃত সহ-সভাপতি আবুল হোসেন কার্ফু রেলিগেট জয়েন্ট ট্রান্সপোর্ট, রেলিগেট শাখার পঙ্গ, অসহায় বেকার শ্রমিকদের কল্যাণের বিপুল পরিমাণের অর্থ ক্যাশে জমা না দিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ দীর্ঘদিনের। অবিলম্বে আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবিতে আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে রেলিগেট এলাকায় মানববন্ধন করেছে বঞ্চিত শ্রমিকরা।
খুলনা অঞ্চলের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তার, অর্থ আত্মসাৎ ও লেনদেনে অস্পষ্টতার জেরধরে দু’গ্রুপ মুখোমুখী অবস্থান করছে। গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বর্তমান পরিষদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন- আগামী ২০ নভেম্বর সাধারণ সভা ও ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, গত ১২ অক্টোবর বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে প্রতিবাদ সভা করে অপর গ্রুপ। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ শ্রমিক সংগঠনটিতে ৮ হাজার ৩০০ সদস্য রয়েছে।
ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আফসার মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সভাপতি মোঃ আকরাম সরদার।
তারা বলেন, ইউনিয়নের দীর্ঘদিন সাধারণ সভা হয় না। সাধারণ সদস্যরা আয়-ব্যয় সম্পর্কে কিছুই জানে না। অনিয়ম বন্ধ করে কার্ড বাতিল করা সদস্যদের বহাল রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দাবি করেন তারা।
ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আফসার মোল্যা বলেন, ২০১৭ সালের ২৫ নভেম্বর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনদিন সাধারণ সভা আহ্বান করেনি বর্তমান নেতৃবৃন্দ। অথচ বছরে একবার সাধারণ সভায় ইউনিয়নের সকল আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের সামনে প্রকাশের বিধান রয়েছে গঠনতন্ত্রে।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়নের সভাপতি কাজী মোঃ সারোয়ার হোসেন বলেন, মাসিক মিটিংয়ে সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারণ করেছি। মহামারী করোনার কারণে সাধারণ সভা আহ্বান করতে পারিনি। কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
খুলনা গেজেট/এআইএন