করোনা নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন ১৯৬ জন ভ্যাক্সিনেটর প্রস্তুত করেছে। রোব ও সোমবার ছয় দফায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩১ টি ওয়ার্ডে ৯৩ টি কেন্দ্রে শুক্রবার ছাড়া সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে ৭ আগষ্ট থেকে।
কেসিসি টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মাষ্টারপ্লান করেছে। বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রাধান্য দেওয়া হবে। টিকাদানের সময়সূচী শেষ হওয়ার পর ভ্যাক্সিনেটরদের কেন্দ্রে একঘন্টা অবস্থান করতে বলা হয়েছে। প্রশিক্ষণে ইপিআই কর্মী, নার্স, প্যারা মেডিকেলের ছাত্রী ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন। কেসিসি’র স্বাস্থ্য ভবনে ২৮ হাজার ৩৯ ডোজ মডার্ণা ও ৫ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মার টিকা মজুদ রয়েছে।
মহানগরীর পুলিশ হাসপাতাল, খুমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, শেখ আবু নাসের হাসপাতাল ও নেভী ক্যাম্পের উপশমে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। রবিবার প্রশিক্ষণ নেওয়া যক্ষা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার সবিতা মজুমদার জানান, টিকাদান সম্পর্কে তিনি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ১৮ বছরের উর্ধের যে কোন নারী-পুরুষ ন্যাশনাল আইডি কার্ড আনলেই তিনি টিকা গ্রহণ করতে পারবেন।
খুলনা গেজেট/কেএম