খুলনা জেলা পরিষদের ২২তম সাধারণ সভা বৃহস্পতিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২০-২০২১ অর্থ বছরে এডিপির বরাদ্দকৃত অর্থ দ্বারা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মসজিদ, মন্দির, শশ্মান, ঈদগাহ, বেসরকারি স্কুল কলেজসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়।
তাছাড়া এই অর্থ বছরে এডিপির বরাদ্দকৃত ৫ লাখ টাকা দ্বারা করোনার ২য় ঢেউ মোকাবেলার জন্য মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ইত্যাদি সুরক্ষা সামগ্রী ক্রয়পূর্বক জেলার দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। কপিলমুনি ও চুকনগর বাজার সুপার মার্কেটের দোকান বরাদ্দের প্রাপ্ত সর্বোচ্চ সঠিক দরপত্র সমূহ গৃহীত হয়। জেলার বিভিন্ন অঞ্চলের দরিদ্র, অসহায়, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যসহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। সভা সঞ্চালন করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, বিপ্লব কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম