স্বামী চলে যাওয়ায় সন্তান নিয়ে ঝুপড়িতে চলছে মাহফুজার জীবন সংগ্রাম শিরোনামে খুলনা গেজেটে গত ৮ মে নিউজ প্রকাশিত হওয়ার পরে হিউম্যানিটি ফার্স্ট নামে স্থানীয় একটি সংগঠন মাহফুজার প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন ।
সোমবার ১০ মে হিউম্যানিটি ফার্স্ট এর সেচ্ছাসেবী সদস্যরা মাহফুজাকে ৫ টি ছাগল দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তারা আর বলেন শুধু ছাগল নয় তাকে কর্মসংস্থান করার জন্য আমরা তার পাশে থাকবো। তার সংসার চালাতে যে টাকা প্রয়োজন হয়। সেই টাকা যতদিন মাহফুজা বাড়ি বসে উপার্জন করতে নাপারে ততদিন তার পাশে আমরা থাকবো।
মাহফুজা বলেন, আমি ছাগল পেয়ে খুশি হয়েছি। আমি চেষ্টা করবো এই ছাগল লালন পালনের মধ্য দিয়ে নিজের কর্মসংস্থান করে নেওয়ার।
হিউম্যানিটি ফার্স্ট এর প্রতিষ্ঠাতা প্রভাষক মোঃ ইদ্রিস আলী খুলনা গেজেটকে বলেন, সমাজের অবহেলিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থান করে স্বাবলম্বী করে দেয়াই আমাদের উদ্দেশ্য।
খুলনা গেজেট/কেএম